মুখাবরণ ও মুখোশ
- সাদিয়া সুলতানা
- Jun 22, 2020
- 1 min read
আমি কি আসবো স্যার?
আসবে, অফিস তো খোলা।
আপনি বললে আসবো স্যার। তবে কাল আমাদের এখানে হাসপাতাল থেকে রোগী পালাইছে স্যার। মরছে দুইজন। করুনা রোগী। তবু আপনি বললে আসবো স্যার।
সেকি! এসো না। ঘরে থাকো।
কী হলো?
আর বলো না। কাজ না করে করে চর্বি লেগে গেছে বাঙালির। কিসের ছুটিছাটা আর লকডাউন। কাজকর্মে মন নাই, পালাই পালাই।
হুম। খবর দেখলে? নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৫, ওরা দ্বিতীয় ধাপে সবকিছু খুলে দিচ্ছে।
আরে বাংলাদেশে কয়টা মরলো বলো।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং তো ২:৩০। গতকালের খবর তো জানোই।
ফরিদ মাংস দিয়ে গেছে?
আর বলো না, দারোয়ান বলল, ফরিদ মাস্ক ছাড়াই এসেছে। ঐ মাংস এখন ধরতেই ভয় পাচ্ছি। বলেছি গ্যারেজে রেখে দাও।
আরে মাছ-মাংসে কিছু হয় না। আজ হায়দারাবাদি বিরিয়ানি করো। বৃষ্টিটা বেশ জমে এসেছে।
Comments